Uncategorized বায়ুদূষণে ঢাকা বিশ্বের পঞ্চম । ভূমিকা নিউজ By vumikanews - November 16, 2025 0 20 FacebookTwitterPinterestWhatsApp ভূমিকা নিউজ বায়ুদূষণের মাত্রায় বিশ্বের বড় শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান আবারও শীর্ষের দিকে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দূষণের তালিকায় ঢাকা পঞ্চম স্থানে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও শিল্পকারখানার অব্যবস্থাপনা এ পরিস্থিতির মূল কারণ।