মালয়েশিয়া সরকার দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে শ্রম ঘাটতি পূরণের লক্ষ্যে বিদেশি কর্মী নিয়োগে একটি বিশেষ অনুমোদন সুবিধা চালু করেছে। এই উদ্যোগের আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কেস বাই কেস ভিত্তিতে বিদেশি কর্মী কোটার আবেদন অনুমোদন দেওয়া হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার তিনটি প্রধান খাত ও দশটি উপখাতে বিদেশি কর্মী কোটার আবেদন গ্রহণে এই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান তিনটি খাত হলো—বৃক্ষরোপণ, কৃষি এবং খনি ও খনন।
অন্যদিকে সুবিধাপ্রাপ্ত দশটি উপখাতের মধ্যে রয়েছে—নিরাপত্তা পরিষেবা, ধাতু ও স্ক্র্যাপ সামগ্রী, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভবন রক্ষণাবেক্ষণ, পাইকারি ও খুচরা ব্যবসা, লন্ড্রি, রেস্তোরাঁ, স্থলভিত্তিক গুদামজাতকরণ, কার্গো হ্যান্ডলিং, সরকারি প্রকল্পের অধীনে নির্মাণ কাজ এবং মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA) অনুমোদিত নতুন বিনিয়োগ।
সাইফুদ্দিন নাসুশন ইসমাইল আরও বলেন, এই বিশেষ সুবিধার মাধ্যমে সরকার শুধু গুরুত্বপূর্ণ খাতগুলোর শ্রম চাহিদা মেটাচ্ছে না, বরং অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মাদানি সরকারের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে।
