গাজার কিছু এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও, গত ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকেই সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে—এক মাসেরও কম সময়ে গাজায় কমপক্ষে ১,৫০০ ভবন ধ্বংস হয়েছে। এসবের মধ্যে রয়েছে অসংখ্য বাড়ি, বাগান ও কৃষিখামার।
স্যাটেলাইট ও রাডার চিত্রে দেখা যায়, ইসরায়েলি সেনারা স্বল্প সময়ের মধ্যেই পুরো অঞ্চলে বিস্তৃতভাবে হামলা চালায়।
ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে পূর্ব খান ইউনিসের আবাসান আল-কবিরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। আগে সেখানে কোনো বড় ক্ষতি দেখা না গেলেও, সাম্প্রতিক হামলায় এলাকা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা লানা খালিল জানান, তার বাড়ি ছিল খামার ও সবজির বাগানসহ ‘স্বর্গের মতো’। কিন্তু এখন সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাফাহ শহরের পূর্বে আল-বায়ুক এলাকাতেও একই চিত্র দেখা গেছে।
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এভাবে বিস্তৃত ধ্বংসযজ্ঞ এবং হাজারো মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ার জন্য নতুন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
