সাইবার হামলার কারণে ইউরোপের কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম বন্ধ হয়ে পড়েছে। এর ফলে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে একাধিক এয়ারলাইন্স। খবর রয়টার্স। সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস–এর মূল কোম্পানি আরটিএক্স জানিয়েছে, সমস্যা মূলত ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপ প্রক্রিয়ায় হয়েছে। আপাতত এসব সেবা ম্যানুয়ালভাবে পরিচালনা করা হচ্ছে। কলিন্স অ্যারোস্পেস বিশ্বের বহু বিমানবন্দর ও বিমান সংস্থায় প্রযুক্তিগত পরিষেবা সরবরাহ করে। ইউরোপের বেশিরভাগ এয়ারলাইন্সই তাদের গ্রাহক। এই সাইবার হামলার কারণে চেক-ইন ও বোর্ডিং সেবা অচল হয়ে পড়ায় একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত থেকে সমস্যাটি শুরু হয়। এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং গড়ে এক ঘণ্টা বিলম্ব হচ্ছে। ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে যাতে প্রভাব ন্যূনতম রাখা যায়। অন্যদিকে ইজি জেট বলেছে, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ফ্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দর এই সমস্যার বাইরে রয়েছে, আর পোল্যান্ড জানিয়েছে তাদের বিমানবন্দরগুলোও নিরাপদ। ব্রিটিশ পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছেন।

