Home Blog Page 2

ডিসেম্বর মাস জুড়ে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা । ভূমিকা নিউজ

0

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। একই সঙ্গে দ্রুত নামছে তাপমাত্রার পারদ। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের অঞ্চলে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। এ সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কে চলাচলরত যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

উত্তরের হিমালয় থেকে নেমে আসা হিমেল বাতাস শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। সকালের কনকনে হিমেল হাওয়া শীতের আগমনী বার্তা দিলেও সূর্য ওঠার পর কিছুটা কমে আসে ঠাণ্ডার প্রভাব।

মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সকাল ৯টায় বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ, আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ থেকে ১৪ কিলোমিটার। এর আগের দিন সোমবার তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হালকা কুয়াশায় মোড়ানো প্রভাতে বইছে শীতল উত্তরী বাতাস। প্রয়োজনীয় কাজে অল্প কিছু মানুষকে বাইরে বের হতে দেখা গেছে।

তালমা এলাকার অটোভ্যানচালক কামাল হোসেন বলেন, “জীবিকার তাগিদে প্রতিদিন ভোরবেলায় অটোভ্যান নিয়ে বের হতে হয়। সকালে প্রচণ্ড ঠাণ্ডা লাগে, শীতের কাপড় ছাড়া থাকা যায় না। সন্ধ্যার পর তো শীতবস্ত্র ছাড়া টেকাই কষ্টকর।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ জানান, পঞ্চগড় জেলায় তাপমাত্রা ক্রমেই কমছে। নভেম্বরের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, তখন শীতের তীব্রতা আরও বাড়বে। পরবর্তীতে ডিসেম্বরজুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার ফলে তাপমাত্রা নেমে আসতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি

হাইকোর্টের স্থায়ী ২২জন বিচারপতির শপথ গ্রহন আজ । ভূমিকা নিউজ

0

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২২ জন বিচারপতির শপথ অনুষ্ঠিত হবে আজ। বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়াবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে এবার স্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি ৪৫ বছর বয়স পূর্ণ করলে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন—
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজী

উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর এ ২২ জনসহ মোট ২৩ জন বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। ওই অধ্যাদেশের বিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়।

ঢাকা ও আশপাশের জেলায় নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন । ভূমিকা নিউজ

0

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করার পর থেকে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগসহ নানা নাশকতার আশঙ্কায় এই মোতায়েন করা হয়।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মাঠে রয়েছে।

তিনি আরও জানান, রাজধানীতে ১২ প্লাটুন এবং আশপাশের জেলাগুলোতে ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের মোতায়েন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে কেন্দ্র করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | NIPORT Job Circular 2025 | ভূমিকা নিউজ

প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৫ নভেম্বর ২০২৫ ইং তারিখে থেকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | NIPORT Job Circular 2025 প্রকাশিত হয়েছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে আবেদন করা যাবে অনলাইনে। অনলাইনে ক্যাটাগরিভিত্তিক প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ বছর থেকে ৩০ বছর মধ্যে হতে হবে। কিছু প্রার্থীর ক্ষেত্রে কোনো কোনো প্রকার বয়সসীমা শিথিলযোগ্য গ্রাহ্য করা হবে।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | NIPORT Job Circular 2025 অনুযায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তরপরিদপ্তর এবং সংস্থায় নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসারে তপশিল-১ অনুযায়ী লিখিত পরীক্ষার আয়োজন করা হবে।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | NIPORT Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ১০১টি।

আবেদনের বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৫ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ৩০ নভেম্বর ২০২৫ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: ১১২ ও ৫৬ টাকা, তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।

আবেদন ফি জমা দেওয়ার পদ্বতি: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে এই লিংকে
🔗 https://niport.teletalk.com.bd/
প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদন করার নিয়মাবলী/শর্তাবলী:

১। বয়সসীমা:
০১ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮–৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
(ক) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);

(খ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ০৩ (ছয়) মাসের অধিক পুরানো ছবি গ্রহণযোগ্য নয়;

(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি;

(ঘ) নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক বিধিবদ্ধ বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংযোজন হলে তা অনুসরণ করা হবে। কোটা দাবির ক্ষেত্রে প্রার্থিকে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কোটা সংক্রান্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়াকপি;

(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত অনুলিপি;

(চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy);

(২) প্রবেশ পত্রে রঙিন ছবি ব্যবহৃত অন্যলিপি প্রবেশ-পত্রের রঙিন কপি ব্যতীত অন্য কোনো প্রকার ফটোকপি। সাদা-কালো কপি গ্রহণযোগ্য নয়। (প্রবেশ-পত্রের রঙিন কপি ছাড়া লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না);

(৩) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;

(৪) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুল প্রমাণিত হলে কিংবা বিজ্ঞাপনে পবল/নকল বা অসম্পূর্ণ আবেদন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শনজনিত কারণে উত্তীর্ণ কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

(৫) সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে।

(৬) উপরে উল্লেখ্য পদগুলি কিছু প্রযোজ্য আছে, যেমনঃ সেত্রে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT) (কর্তৃক) ও কর্মচারীর) নিয়োগ বিধিমালা, ২০১৫ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অথবা দপ্তর পরিদপ্তর মহাপরিচালক যা কিছু প্রযোজ্য হয় তার নিয়োগ বিধিমালা, ২০২৪ এর সংশিষ্ট বিধিবিধান প্রযোজ্য হবে।

(৭) নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।

৮। কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।

৯। জাতীয় দৈনিক পত্রিকা ছাড়াও নিপোর্ট এর ওয়েবসাইট (www.niport.gov.bd) অথবা QR Code () স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটরের টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

১০। লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

১২। যথাযথ কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদনপত্র বাতিল করার ক্ষমতা রাখেন।

১৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

(ক) ইচ্ছুক প্রার্থীগণ https://niport.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | NIPORT Job Circular 2025 | ভূমিকা নিউজ
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | NIPORT Job Circular 2025 | ভূমিকা নিউজ